‘সন্তানদের জন্য একটা সুস্থ–সুন্দর পারিবারিক আবহ নিশ্চিত করতে হবে’

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক।

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২৯ জানুয়ারি প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক ‘সন্তানের মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা কি সচেতন’—এই বিষয়ের ওপর আলোচনা করেন। পরামর্শ সভার আলোচনা থেকে নিম্নোক্ত অংশটি তুলে ধরা হলো।

পরামর্শ সভায় প্রযুক্তি কিংবা মাদকের আসক্তি থেকে সন্তানকে দূরে রাখতে অভিভাবকের করণীয় প্রসঙ্গে ডা. সরদার আতিক বলেন, ‘প্রতিনিয়ত আমরা মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছি। অভিভাবকেরা যদি নিজেদের মানসিক চাপগুলো সঠিকভাবে মোকাবিলা করতে না পারেন, তাহলে কিন্তু তার নেতিবাচক প্রভাব সন্তানের ওপর পড়বে। অনেক সময় মা–বাবারা নিজেদের মানসিক চাপগুলো নেতিবাচক উপায়ে সমাধানের চেষ্টা করেন। এর ফলে দেখা যায় পরিবারে একধরনের অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়। এই পরিবেশ থেকে নিজেদেরকে মুক্ত রাখতে সন্তানেরা অনেক সময় প্রযুক্তি কিংবা মাদকে আশ্রয় খোঁজে। তাই সন্তানদের জন্য একটা সুস্থ–সুন্দর পারিবারিক আবহ নিশ্চিত করতে হবে। মা–বাবা যদি সন্তানকে গুণগত সময় দেন, তাহলে সন্তানের খারাপ কিছুতে আসক্ত হওয়ার ঝুঁকি কমে।’