‘মাদকসেবীদের চিন্তার জগত সহজ থাকে না’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক।

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২৩ মার্চ ২০২৪, প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন (১৭০ তম) মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক ‘মাদকাসক্তি মানসিক অবস্থার ভারসাম্য নষ্ট করে’ এই বিষয়ের উপর আলোচনা করেন।

সাধরণত মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকেই মাদক গ্রহন করে উল্লেখ করে ডা. সরদার আতিক বলেন, নিয়মিত মাদক নেওয়ার ফলে এর প্রতি মানুষ নির্ভরশীল হয়ে পড়ে। মাদক চিন্তার ভারসম্য নষ্ট করে।  ইয়াবা,গাঁজার মত মাদক নিয়মিত গ্রহন করলে মানুষ তাঁর যৌক্তিক জগত  থেকে দূরে সরে যায়। সাধারণত মানুষ বাস্তব জগত ও কল্পনার জগত এর মধ্যে পার্থক্য করতে পারে। কিন্তু যে নিয়মিত ইয়াবা,গাঁজা সেবন করে সে বাস্তব ও কল্পনার জগত এর মধ্যে পার্থক্য করতে পারে না। এর ফলে মাদকসেবীদের  চিন্তার জগত সহজ থাকে না। আবার যারা হেরোইন, প্যাথেডিন নিয়মিত সেবন করে তারা চিন্তাই করতে পারে না। বেঁচে থাকার জন্য সহজ স্বাভাবিক চিন্তা করার ক্ষমতা তাদের লুপ্ত হয়।