‘বন্ধু যদি না বোঝে, কৌশলে ওই স্থান ত্যাগ করতে হবে’
প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ০৮ আগস্ট ২০২২ তারিখ চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে প্রথম আলো ট্রাস্টের আয়োজনে মাদকবিরোধী সভায় শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে জানতে চায়। সভায় পরামর্শ দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক পঞ্চানন আচার্য ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক এ এস এম রিদোয়ান।
চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী সঞ্জয় রুদ্র। সে দুই চিকিৎসকের কাছে জানতে চেয়ে বলল, ‘আমার বন্ধু যদি আমার পাশে বসে ধূমপান করে এবং আমাকেও যদি ধূমপান করতে বলে, আমি কীভাবে তাকে না করব।’ তাঁর প্রশ্নের উত্তরে চিকিৎসক এ এস এম রিদোয়ান বলেন, ‘না বলতেই হবে। প্রথমে আইনের বিষয়ে তোমার বন্ধুকে জানাতে হবে। উন্মুক্ত জায়গায় ধূমপান করলে জরিমানা দিতে হয়—এ কথাটি তাকে বলতে হবে। দ্বিতীয়ত তোমার বন্ধুকে বোঝাতে হবে। সে যদি না বোঝে, তোমাকে ওই স্থান কৌশলে ত্যাগ করতে হবে। অথবা অন্য বন্ধুদের নিয়ে ব্যস্ত হতে হবে। কোনোভাবেই তার ডাকে সাড়া দেওয়া যাবে না।’