‘সন্তানকে কোনো নির্দেশ দিলে তা সুনির্দিষ্ট হতে হবে’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক।

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। ২০২৪ সালের ২১ আগস্ট প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক ‘মাদকাসক্তি কিশোর–কিশোরীদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত করে’—এই বিষয়ের ওপর আলোচনা করেন।পরামর্শ সভার আলোচনা থেকে নিম্নোক্ত অংশটি তুলে ধরা হলো।

পরামর্শ সভায় সন্তানকে নির্দেশনা দেওয়া প্রসঙ্গে ডা. সরদার আতিক বলেন, ‘সন্তানকে কোনো নির্দেশ দিলে তা সুনির্দিষ্ট হতে হবে। মা–বাবার পছন্দ–অপছন্দের বিষয়গুলো সান্তানকে সরাসরি বলতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায়, মা–বাবা নিজেই মোবাইলে অনেক বেশি সময় দিচ্ছেন, অন্যদিকে সন্তানকে মোবাইল ব্যবহার করতে নিষেধ করছেন। এ ক্ষেত্রে কিন্তু মা–বাবার নির্দেশনা কাজে আসবে না।’