‘প্রযুক্তি আসক্তি ব্যক্তি ও তার পারিবারিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলে’
প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২৯ অক্টোবর ২০২৩, প্রথম আলো ট্রাস্ট আয়োজিত (১৬৭তম) অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সাইকিয়াট্রি বিভাগের বিভাগী প্রধান সহযোগী অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান খান ‘স্মার্টফোনে আসক্তি মাদকাসক্তির ঝুঁকি বাড়ায়?’ বিষয়ে আলোচনা করেন।
স্মার্টফোনে আসক্তি প্রসঙ্গে ডা. জিল্লুর রহমান বলেন, ‘স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারের ফলে যদি নির্ভরশীলতা তৈরী হয় তবে একে আমরা আসক্তি বলতে পারি। নিয়মিত মাদক গ্রহনের ফলে অনেকেই মাদকের ওপর নির্ভরশীল হয় পড়ে। ঠিক তেমনি প্রযুক্তি কিংবা স্মার্টফোনের মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে ব্যবহারকারী এর প্রতি নির্ভরশীল হয়ে পড়লে একে আমরা প্রযুক্তি আসক্তি বলতে পারি। এই আসক্তি ব্যক্তি ও তার পারিবারিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলে।’