‘বকাঝকা, দোষারোপ করা যাবে না’

প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। করোনাকালে এ সভা চলছে অনলাইনে। গত ১৪ জুলাই ২০২২ তারিখে প্রথম আলো ও প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজে মাদকবিরোধী অনলাইন পরামর্শ সহায়তা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় পরামর্শ দেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক এবং মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. জোবায়ের মিয়া ।আলোচনায় আসা বিভিন্ন প্রশ্ন ও উত্তর আলোকে আজকে থাকছে পর্ব-১৯৯।

সভায় পরামর্শ দেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক এবং মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. জোবায়ের মিয়া ।

প্রশ্ন: সন্তানের সঙ্গে অভিভাবকের আচরণ কেমন হওয়া উচিত?

উত্তর:  শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক এবং মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. জোবায়ের মিয়া বলেন, ‘সন্তানের সাথে বন্ধুর মত মিশতে হবে। আদর করে ডেকে তার সঙ্গে সবকিছু শেয়ার করতে হবে। সমব্যথী হয়ে তার কষ্টের কথা শুনতে হবে। রূঢ় আচরণ করা যাবে না। সুন্দর করে বোঝাতে হবে। মাদক গ্রহণ করলে তোমার তো এই সমস্যা হচ্ছে। কিভাবে আমরা থেকে মোকাবিলা করতে পারি। তার সঙ্গে বন্ধুর মতো মিশে, আদর করে তার সঙ্গে ডেকে সবকিছু শেয়ার করতে হয়। কষ্টের কথাগুলো শুনতে হবে। বকাঝকা, দোষারোপ করা যাবে না।’