প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২৬ জুন ২০২৫ আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী পরামর্শ সভা। উক্ত সভায় উপস্থিত ছিলেন মাহমুদা মুহসিনা বুশরা (সিনিয়র সাইকোথেরাপিস্ট ও কনসালটেন্ট) সিটি হাসপাতাল লিমিটেড এবং ডা. মোহাম্মদ জোবায়ের মিয়া সহকারী অধ্যাপক ( সাইকিয়াট্রি) জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। এবারের বিষয় ছিল - সন্তানকে মাদকমুক্ত করতে পরিবারের ভূমিকা কেমন হওয়া উচিত?
সন্তান বড় হওয়ার আগ পর্যন্ত তাকে পরিবার থেকে মাদকের কুফল সম্পর্কে কিভাবে জানানো যায়? এ প্রশ্নের উত্তরে ডা.মোহাম্মদ জোবায়ের মিয়া বলেন, ' আসলে পরিবার থেকেই তো আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের লার্নিং প্রসেসটা তো পরিবার থেকেই শুরু হয়। আমাদের পারিবারিক মর্যাদাবোধ, সামাজিক বিধিনিষেধ বা আচার আচরণ এবং সেই সাথে আমাদের ভালোমন্দ বিষয়গুলো আমরা পরিবার থেকেই শিখি। খারপ বিষয়গুলো প্রতিরোধ করার ব্যাপারটা পরিবার থেকেই আসতে হবে। আসলে পরিবারে আমাদের শিশুরা যখন স্কুলে পড়ে অর্থাৎ প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী একদম শিশুকাল। আর এই সময়টাতেই তারা সবচেয়ে বেশি শিখে। এই শিখার বয়সটাতেই তাদেরকে মাদকের কুফল সম্পর্কে সম্যক ধারণা দিতে হবে। যাতে তারা বুঝতে পারে মাদক তাদের স্বাভাবিক জীবকে নষ্ট করে দিবে।এই সময়টা বাবা-মায়ের কাছে তারা শিশু। কিন্তু তারপর যখন সে আরেকটু উচ্চতর ক্লাসে উঠে মানে ক্লাস সিক্স থেকে ক্লাস টেন তখন বাবা-মায়ের তাদেরকে একটু বেশি সময় দিতে হবে। তাদের সাথে মিশতে হবে। তাদেরকে মাদকের ভয়াবহতা সম্পর্কে তখন থেকেই জানাতে হবে এবং সব সময় তাদের খেয়াল রাখতে হবে।'