‘ধূমপান সৃজনশীলতা বাড়ায়, এ তথ্য সত্য নয়’

হাত তুলে মাদককে ‘না’ বলে শপথ করেন আগতরা।

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২৬ ডিসেম্বর ২০২২ তারিখে  প্রথম আলো ট্রাস্ট আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয় চট্টগ্রাম নগরের জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি মিলনায়তনে। সভায় পরামর্শ দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক পঞ্চানন আচার্য ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক এ এস এম রিদোয়ান। এতে অতিথি হিসেবে ছিলেন প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ের বার্তা সম্পাদক ওমর কায়সার।

সভায় উপস্থিত এক দর্শক জানতে চেয়ে প্রশ্ন করেন— কবি-সাহিত্যিকেরা ধূমপান না করলে লিখতে পারেন না; এ কথা কি সত্য?

এর উত্তরে থম আলোর চট্টগ্রাম কার্যালয়ের বার্তা সম্পাদক ওমর কায়সার বলেন, ‘বাংলা সাহিত্যের সবচেয়ে বড় কবি রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা জীবনানন্দ দাশ মাদক নেননি। তাঁরা অসাধারণ সব সাহিত্য উপহার দিয়েছেন। মূলত ধূমপান সৃজনশীলতা বাড়ায়, এ তথ্য সত্য নয়।’

সভায় ওমর কায়সার প্রথম আলো ট্রাস্টের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি বলেন, প্রথম আলো ট্রাস্ট শুরু থেকেই মাদকবিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছে। মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছে।