‘শিক্ষককে আনন্দের সঙ্গে পাঠদান প্রক্রিয়ায় যুক্ত থাকতে হবে’

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো.জোবায়ের মিয়া।

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। এ বছরের (২০২৪) ২৮ অক্টোবর প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো.জোবায়ের মিয়া ‘শিশু–কিশোরদের মানসিক বিকাশে শিক্ষকদের ভূমিকা’—এই বিষয়ের ওপর আলোচনা করেন। পরামর্শ সভার আলোচনা থেকে নিম্নোক্ত অংশটি তুলে ধরা হলো।

শ্রেণিকক্ষে শিক্ষকদের আচরণ প্রসঙ্গে ডা. মো. জোবায়ের মিয়া বলেন, ‘শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণের জন্য গল্পের ছলে কোনো মজার ঘটনা বর্ণনার মধ্য দিয়ে একজন শিক্ষক পাঠদানের প্রক্রিয়াটা শুরু করতে পারেন। শিক্ষককে আনন্দের সঙ্গে পাঠদানপ্রক্রিয়ায় যুক্ত থাকতে হবে। এ ছাড়া একজন শিক্ষক একটানা ক্লাস না নিয়ে বিরতি দিতে পারেন। সরল কথায় উদাহরণ দিয়ে কঠিন পাঠকে সহজ করে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে পারেন। একজন শিক্ষক যদি পাঠদানের ক্ষেত্রে আন্তরিক হন, নিজে ভালোভাবে প্রস্তুতি নিয়ে ক্লাসে আসেন তাহলে সহজেই শিক্ষার্থীদের মন জয় করতে পারবেন।’