সিগারেট খেলে ব্রেনের নিউরো কেমিক্যাল পরিবর্তন হয়

প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। করোনাকালে এ সভা চলছে অনলাইনে। গত ১৩ এপ্রিল ২০২২ তারিখে প্রথম আলো ও প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজে মাদকবিরোধী অনলাইন পরামর্শ সহায়তা সভাটি অনুষ্ঠিত হয়। অনলাইনে মাদকবিরোধী পরামর্শ দেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. জিল্লুর রহমান খান। অনলাইন এই অনুষ্ঠানে যে বিষয়গুলো আলোচনায় আসে সেগুলো প্রশ্ন ও উত্তর আলোকে প্রকাশিত হচ্ছে।

অনলাইনে মাদকবিরোধী পরামর্শ দেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. জিল্লুর রহমান খান।

প্রশ্ন: সিগারেট কী মাদক?

উত্তর: সিগারেট মাদক। নিয়মিত সিগারেট খেলে ব্রেনের নিউরো কেমিক্যাল পরিবর্তন হয়। তখন সিগারেট না খেলে শারীরিক ও মানসিক ক্ষতি হয়। একবার মাদক শুরু করলে আস্তে আস্তে ডোজ বাড়াতে হয়। আমরা মনে করি গাঁজা, ইয়াবা মাদক। সিগারেট ও মাদক। অনেক সময় আমরা ঘুমের ওষুধের প্রতি আমরা নির্ভরশীল হয়ে পড়ি। ঘুমের ওষুধ ও মাদক জটিলভাবে শরীরকে বিপর্যস্ত করে। কেউ যখন মাদক ছাড়তে চায় তখন অন্য মাদক শুরু করে। ধরা যাক আগে ইয়াবা খেত, মাদক ছেড়ে দেবে তাই সিগারেট ধরেছে। মাদকে  তীব্র আসক্তি থাকলে হঠাৎ করে ছাড়লে নানান রকম কষ্ট হয়। এ রকম হলে  মনোরোগ চিকিৎসকের শরণাপন্ন  হতে হবে।