‘মাদক নিলে শুধু দেহ শুকায় না, শরীরের কোষও শুকিয়ে যায়’

মাদককে ‘না’ বলি, সোনার বাংলাদেশ গড়ি।

বাংলাদেশের বহু শিশু এখন মাদকাসক্ত। সমাজের সব শ্রেণীর শিশু এই ভয়াল নেশার ফাঁদে আটকা পড়েছে। এটি থেকে তারা বের হতে পারছে না। এ ব্যাপারে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে নানা কথা বলেছেন বিশিষ্ট মনোরোগ চিকিৎসক ও মাদকাসক্তি চিকিৎসা বিশেষজ্ঞ মোহিত কামাল। সাক্ষাৎকারটি প্রকাশ হয় ২০১৭ সালের ১২ জুলাই। সাক্ষাৎকার নিয়েছেন মুসলিমা জাহান। উক্ত সাক্ষাৎকার থেকে মাদকাসক্তি বিষয়ে একটি প্রশ্ন ও উত্তর তুলে ধরা হলো।

প্রশ্ন: একটা সময় ছিল, যখন মেয়েদের মাদক নেওয়ার ঘটনা ছিল হাতে গোনা, কিন্তু এখন কিশোরীরাও মাদক নিচ্ছে। এর কারণ কী?

উত্তরে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল বলেন, ‘মূলত যে মেয়েরা একটু নাদুসনুদুস ধরনের, তারা স্লিম হতে মাদক নিচ্ছে। মেয়েরা জিরো ফিগার পাওয়ার জন্য ঝুঁকছে। মাদক নিলে রুচি কমে যায়, তখন তাদের ক্ষুধাও কমে যায়। ফলাফল তাদের শরীর ভাঙে। তখন তারা মনে করে, এটা খেলে শরীরের মেদ কমবে। এ জন্য তারা নিজেরা মাদক নেয় এবং অন্যকে প্ররোচিত করে। কিন্তু এটা নিলে শুধু দেহ শুকায় না, শরীরের কোষও শুকিয়ে যায়। শেষে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যায়। তাই ভুল ধারণা থেকে বের হয়ে আসতে হবে।’