‘পড়াশোনার সময় ফেসবুক ব্যবহার বন্ধ রাখতে হবে’

প্রথম আলো ট্রাস্টের আয়োজনে রাজধানীর ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শ সভায় শিক্ষার্থীরা দুই হাত তুলে ‘মাদককে না’ বলার শপথ নেন।

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ১৯ মার্চ ২০২৩ তারিখে প্রথম আলো ট্রাস্টের আয়োজনে রাজধানীর ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় পরামর্শ দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ফাতিমা মারিয়া খান।

পরামর্শ সভায় চিকিৎসক ফাতিমা মারিয়া খান বলেন, ‘বর্তমান সময়ে অতিরিক্ত মুঠোফোন আসক্তির কারণে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারছে না। প্রত্যেক শিক্ষার্থীর প্রতিদিনের কাজের একটা নির্দিষ্ট রুটিন থাকা উচিত। ইন্টারনেট ব্যবহারের নির্দিষ্ট কিছু সময় ঠিক করে নিতে হবে। পড়াশোনার সময় ফেসবুক ব্যবহার বন্ধ রাখতে হবে।  কতক্ষণ পড়বে, কতক্ষণ খেলবে সেই সময় ঠিক করতে হবে।  পড়াশোনা, খেলাধুলা কিংবা রাতে ঘুমানোর সময় মুঠোফোন থেকে দূরে থাকতে হবে।’