‘শিক্ষার্থীরা খেলাধুলার সুযোগ পেলে আত্মবিশ্বাসী হবে’

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো.জোবায়ের মিয়া।

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। এ বছরের (২০২৪) ২৮ অক্টোবর প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো.জোবায়ের মিয়া ‘শিশু–কিশোরদের মানসিক বিকাশে শিক্ষকদের ভূমিকা’—এই বিষয়ের ওপর আলোচনা করেন।

পরামর্শ সভায় মাদকাসক্তি প্রতিরোধ প্রসঙ্গে ডা. মো.জোবায়ের মিয়া বলেন, ‘মাদকাসক্তিকে না’ শুধু মুখে বললেই হবে না, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের সঠিক পরিবেশ নিশ্চিত করতে হবে। ইতিবাচকভাবে আনন্দ পাওয়ার প্রক্রিয়ায় শিক্ষার্থীদের যুক্ত করতে হবে। শিক্ষার্থীরা খেলাধুলার সুযোগ পেলে আত্মবিশ্বাসী হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করলে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে, মাদক থেকে দূরে থাকবে।