জীবন আনন্দময় রাখতে মাদক থেকে দূরে থাকা উচিত

প্রথম আলো ট্রাস্টের আয়োজনে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। প্রথম আলো ট্রাস্টের আয়োজনে এই সভায় পরামর্শ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের প্রধান আর কে এস রয়েল ও চিকিৎসা কর্মকর্তা রেজওয়ানা হাবীবা এবং নর্থইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের প্রধান মো. আব্দুল্লাহ ছায়ীদ।

পরামর্শ সভায় অংশ নিয়ে আলোচকরা বলেন, শুরুতে কৌতূহল থেকে অনেকে মাদকে আসক্ত হন। অনেকে মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে মাদক নিতে শুরু করেন। এটা ঠিক নয়। মানুষের জীবনে দুঃখ, কষ্ট, প্রতিবন্ধকতা থাকবেই। এগুলো স্বাভাবিক ঘটনা। তাই বলে দুঃখকে ভোলার জন্য মাদক নিতে হবে, এর কোনো যৌক্তিকতা নেই। জীবন আনন্দময় রাখতে মাদক থেকে দূরে থাকা উচিত।

চিকিৎসক আর কে এস রয়েল বলেন, ‘মাদককে না’ বলার ক্ষমতা নিজের মধ্যে পুষতে হবে। না বলার দক্ষতা অর্জন করতে হবে। যাঁরা মাদকাসক্ত হয়ে পড়েছেন, তাঁদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ধীরে ধীরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে। কোনোভাবেই নেশার কাছাকাছি যাওয়া যাবে না। নিজে সচেতন থাকার পাশাপাশি অন্যকেও এ বিষয়ে সচেতন করা প্রত্যেকের নৈতিক দায়িত্ব।