প্রশ্ন ও উত্তর পর্ব-১১৪
‘সবচেয়ে ভালো স্টাইল হলো গণতান্ত্রিক প্যারেন্টিং’
প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ৩০ আগস্ট ২০২২, প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক মোহিত কামাল নানা প্রশ্নের উত্তর দেন। এ সব প্রশ্ন ও উত্তরের আলোকে আজকে থাকছে পর্ব-১১৪।
প্রশ্ন: প্যারেন্টিং স্টাইল কেমন হবে?
উত্তর: প্যারেন্টিংয়ের কয়েকটা স্টাইল আছে । আরেকটা হলো প্রাকটিস। কর্তৃত্ববাদী প্যারেন্টিং হলো যেখানে কোন ব্যাখ্যা বিশ্লেষণ চলে না। যেমন কোন সন্তানকে বাবা বলছে আমরা কক্সবাজার যাচ্ছি তুমি রেডি হও। সন্তানের আবেগটাকে গুরুত্ব দেয় না । এরাই সামাজিক অনুষ্ঠানে মিশতে পারে না, অন্যান্য গুণগুলো চাপা পড়ে যায়।
আরেকটা হলো গণতান্ত্রিক প্যারেন্টিং, যেখানে সন্তানের আবেগ বা মতামতকে গুরুত্ব দেয়। যেমন কোন সন্তানকে বাবা বলছে আমরা কক্সবাজার বেড়াতে যেতে চাই তোমার মতামত জানাও, কী করা যায়, ইত্যাদি ।
প্যারেন্টিংয়ের সবচেয়ে ভালো স্টাইল হলো গণতান্ত্রিক প্যারেন্টিং। সন্তানের মতামত প্রকাশের সুযোগ থাকে সামাজিক ভাবে তাকে শক্তিশালী করে । জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান থাকাকালে একবার মাদকবিরোধী দিবসের পতি পাদ্য বিষয় ছিল ‘আমরা আমাদের সন্তানের সঙ্গে কথা বলি’। সন্তানের সঙ্গে কথা বলার মাধ্যমে বাবা মায়ের বন্ধন শক্তিশালী হয়।