প্রশ্ন ও উত্তর পর্ব-১৮৭
‘পরিবারে যদি অপরাধ বা মাদকের ইতিহাস থাকে তাহলেও সন্তান মাদক গ্রহণ করতে পারে’
প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। করোনাকালে এ সভা চলছে অনলাইনে। গত ১০ ফেব্রুয়ারি ২০২১ তারিখে প্রথম আলো ও প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজে মাদকবিরোধী অনলাইন পরামর্শ সহায়তা সভাটি অনুষ্ঠিত হয়। এই আয়োজনে অনলাইনে মাদকবিরোধী পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা.ফারজানা রহমান। এই অনুষ্ঠানে যে বিষয়গুলো আলোচনায় আসে সেগুলো প্রশ্ন ও উত্তর আলোকে প্রকাশিত হচ্ছে। আজকে থাকছে পর্ব। আজকে থাকছে পর্ব-১৮৭।
প্রশ্ন: সচেতন হওয়ার পর মাদকের গ্রাস থেকে বের হওয়া যাচ্ছে না কেন?
উত্তর: যারা মাদক গ্রহণ করে তাদের পরিবারের ইতিহাস নিয়ে দেখা যায় যে পরিবারে জটিলতা, সহিংসতা, বাবা-মায়ের অশান্তি, সন্তানের প্রতি অমনোযোগী। বন্ধুমহলের প্রভাব, কৌতূহল, মানসিক রোগের প্রভাব যেমন সিজোফ্রেনিয়া , বিষণ্নতা, ডিপ্রেশন, বাইপোলার মুড ডিসঅর্ডার, আত্মহত্যা করতে চায়। অথবা পরীক্ষায় ভালো ফলাফল, সাফল্য, জন্মদিন, বিবাহবার্ষিকীতে, বিশেষদিন উদ্যাপন করতে মাদক গ্রহণ করে । পরিবারে যদি অপরাধ বা মাদকের ইতিহাস থাকে তাহলেও সন্তান মাদক গ্রহণ করতে পারে। মাদক থেকে সচেতন যেমন হচ্ছে তেমনি ঝুঁকির মধ্যে রয়েছে পথ শিশু, তরুণ যাদের বাবা-মা তাদের সময় দিচ্ছে না। প্রেম ভালোবাসা, পড়াশোনায় বা অন্য কোণ কারণে কষ্টে আছে। অনেক সময় মনে করে আমার তো কিছু নেই, সবশেষ। তখন মাদক গ্রহণ করে। বেশির ভাগেরই পরিবারে জটিলতা, বন্ধুর হাত ধরে মাদক গ্রহণ করছে।