প্রথম আলো ট্রাস্টের আয়োজনে মাদকবিরোধী পরামর্শ সভায় ‘বাচ্চাদের স্কুলে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব’ নিয়ে পরামর্শ দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফাতিমা মারিয়া খান। ২২ নভেম্বর ২০২২ তারিখে অনুষ্ঠিত সভা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
সভায় মনোচিকিৎসক বলেন, ‘সাধারণত তিন বছর বয়স থেকে বাচ্চারা স্কুলে ভর্তি হয়। এই বয়সে কারও কারও জন্য স্কুলে ভর্তি হওয়া, পড়াশোনাটা চাপ হয়ে যায়। এই কারণে শিশুদের মানসিক সমস্যা হতে পারে। অনেক সময় খিঁচুনি দেখা যায় । শিশু কথাবার্তা কমিয়ে দেয় অথবা শিশু কথাবার্তা বন্ধ করে দেয়। অভিভাবকের কথা শুনে না। ওই সব সমস্যা হয়। আচরণগত সমস্যা হয়। সব দিক মিলিয়ে স্কুলে মানসিক স্বাস্থ্য বিষয়ে কথা বলার প্রয়োজনীয়তা আছে।’
তিনি আরও বলেন, ‘পরে যখন শিশু থেকে কৈশোর পরে যৌবনে পা রাখে। অভিভাবকের সঙ্গে সহযোগিতা করতে চায় না। অনেক রকম সমস্যা হয়। প্রতিটি স্কুলে তিন মাস অন্তর অন্তর সাইকিয়াট্রিক স্ক্রিনিং করা যেতে পারে। তাতে স্কুলের বাচ্চাদের কারও যদি কোন সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যাগুলো চলে আসবে। স্কুল কাউন্সিলর এ সমাধান করতে পারবেন। স্কুলের সহপাঠীরা, শিক্ষকেরা এটা প্রথম বুঝতে পারে। স্কুলে যদি একজন মানসিক বিশেষজ্ঞ থাকেন, তিনি বাচ্চার সঙ্গে কথা বলে সমাধান করে দিতে পারেন সহজে।’