প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী পরামর্শ সভার আওতায় গত ০৮ আগস্ট ২০২২ তারিখ চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে এক সভার আয়োজন করা হয়। সভায় পরামর্শ দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক পঞ্চানন আচার্য ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক এ এস এম রিদোয়ান । উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
মাদক গ্রহণের ফলে কি কোন ধরনের শারীরিক ও মানসিক পরিবর্তন হয়ে থাকে? এমন প্রশ্ন করেন এক শিক্ষার্থী।
এমন প্রশ্নের উত্তরে মনোচিকিৎসক বলেন, ‘মাদক গ্রহণের ফলে অনেক শারীরিক ও মানসিক উভয় পরিবর্তনই হয়। শারীরিক পরিবর্তন যেমন ঘুমের ব্যাঘাত, খাবারে অরুচি, শারীরিক দুর্বলতা, স্মৃতিভ্রংশ। বিভিন্ন রোগ যেমন ক্যানসার, এইডস, হেপাটাইটিস, সিরোসিস, হাড়ক্ষয়, হৃদ্রোগ, ইত্যাদি হতে পারে। বিভিন্ন মানসিক পরিবর্তন অনিবার্য, যেমন উদ্বিগ্নতা, বিষণ্নতা, অনিয়ন্ত্রিত রাগ, আচরণগত সমস্যা যেমন দুর্ব্যবহার, ভাঙচুর, পরিবার ও বন্ধুবান্ধবদের থেকে দূরত্ব হতে পারে। বিভিন্ন অসামাজিক কাজে জড়াতে পারে যেমন চুরি, ডাকাতি, ছিনতাই ইত্যাদি। সর্বোপরি পড়ালেখা, সামাজিক ও সাংস্কৃতিক জীবনভিত্তিক সুন্দর স্বাভাবিক জীবন থেকে দূরে সরে যেতে পারে। সে জন্য মাদক থেকে আমাদের সবাইকে দূরে থাকতে হবে।’