প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ১৪ মার্চ ২০২৩ তারিখে রংপুরের ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলে প্রথম আলো ট্রাস্টের আয়োজনে মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় পরামর্শ দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন, রংপুর মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের চিকিৎসক ডা. রঞ্জন কুমার সেন।
পরামর্শ সভায় অংশ নিয়ে ডা. রঞ্জন কুমার সেন বলেন, ‘মাদকাসক্তি প্রতিরোধে সামাজিক সচেতনতা অপরিহার্য। আমি কার সঙ্গে মিশছি অথবা আমার কাছের মানুষ কার সঙ্গে মিশছে—এ ব্যাপারে সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। কেউ কেউ একা থাকতে পছন্দ করে। কিন্তু কেউ যদি দিনের পর দিন ইচ্ছার বাইরে একাকিত্ব অনুভব করে তাহলে সেটি বিপদ ডেকে আনতে পারে। একাকিত্বের কারণে মাদকাসক্ত হওয়ার ঝুঁকি বাড়ে। এ জন্য আমাদের কাছের কেউ একাকিত্ব অনুভব করলে তাকে সঙ্গ দিতে হবে। কষ্ট হলেও কোনো না কোনোভাবে আপনার তার কাছে থাকতে হবে।’