‘পরিবারে কেউ মাদকাসক্ত হলে তাকে ঘৃণা করা যাবে না’

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. আহমেদ হেলাল পরামর্শ দেন।

প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী কার্যক্রমের মধ্যে অন্যতম হলো মাদকবিরোধী পরামর্শ সভা। এ কার্যক্রমের আওতায় গত ২২ অক্টোবর ২০২২ তারিখে মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয় রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে। সভায় পরামর্শ দেন বিভিন্ন হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের চিকিৎসকেরা। উক্ত সভার আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক আহমেদ হেলাল বলেন, ‘কেউ মাদকাসক্ত হলে তাকে ঘৃণা করা যাবে না। দূরে ঠেলে দিলে কোনো সমাধান হবে না। বরং বিপরীতটাই হবে। সুতরাং পরিবারের মানুষজনকে পাশে থাকতে হবে, সমাধানের পথ খোঁজতে হবে। ধৈর্য ধরে চিকিৎসার আওতায় আনতে হবে। সে জন্য আসুন, মাদকমুক্ত থাকি বলার চেয়ে এখন বলা উচিত “আসুন ভালো থাকি”। কারণ, সবাই মিলে ভালো থাকা মাদকমুক্ত থাকার অনুষঙ্গ।’