প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। ২০২৪ সালের ২১ আগস্ট প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক ‘মাদকাসক্তি কিশোর–কিশোরীদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত করে’—এই বিষয়ের ওপর আলোচনা করেন। মাদকবিরোধী পরামর্শ সভার আলোচনা থেকে নিম্নোক্ত অংশটি তুলে ধরা হলো।
মাদসক্তির লক্ষণ প্রসঙ্গে ডা.সরদার আতিক বলেন, ‘মাদকাসক্তির ফলে কিশোর–কিশোরীদের মধ্যে অপরিচ্ছন্ন থাকার প্রবণতা দেখা যায়। সৃজনশীল কাজ—কবিতা লেখা, আবৃত্তি কারা, গান শেখা, গান শোনা—এগুলোর প্রতি আগ্রহ কমে যায়। মাদকাসক্তির ফলে পরিশ্রম না করে অনন্দ পাওয়ার প্রবণতা বাড়ে। এ ক্ষেত্রে পরিশ্রম ছাড়া তাৎক্ষণিক আনন্দ পাওয়ার জন্য কিশোর–কিশোরীরা মাদকের ওপর নির্ভরশীল হয়ে পড়ে।’