অন্যদের কীভাবে ভালো রাখব,এই ভাবনা থাকলে ভালো থাকা সম্ভব

প্রথম আলো ট্রাস্ট আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সহায়তা অনুষ্ঠানে (বাঁ থেকে) ডা. সরদার আতিক, ডা. ফারজানা রহমান, ডা. জোবায়ের মিয়া, ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ, ডা. আহমেদ হেলাল, ডা. ফাতেমা মারিয়া খান ও ডা. রাহেনুল ইসলাম। রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে।

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২২ অক্টোবর  ২০২২, প্রথম আলো ট্রাস্ট আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয় রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে। সভায় পরামর্শ দেন বিভিন্ন হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের চিকিৎসকেরা।

পরামর্শ সভায় অংশ নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নাহিদ মাহজাবিন মোর্শেদ বলেন, ‘নিজে কীভাবে ভালো থাকব এবং অন্যদের কীভাবে ভালো রাখব, সেই ভাবনা থাকলে ভালো থাকা সম্ভব। একজন ব্যক্তিকে মাদকমুক্ত করতে পরিবারের সদস্যদের বড় ভূমিকা রয়েছে। মাদক নিরাময়ে চাই পরিবারের আন্তরিকতা ও পারস্পরিক ভালোবাসা। বাবা–মায়েরা যদি তাঁদের ব্যস্ত সময়ের একটা নির্দিষ্ট অংশ সন্তানের জন্য বরাদ্দ রাখেন, তাদের সঙ্গে সদাচরণ করেন, তাদের জীবনের সমস্যাবলি সমাধানে সচেতন ও মনোযোগী হন, তাহলে মাদকাসক্তি প্রতিরোধ বহুলাংশে সম্ভব’