মাদকবিরোধী পরামর্শ
‘ইয়াবা সেবনে মস্তিষ্কের স্বাভাবিক ওজন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়’
প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী পরামর্শ সভার আওতায় ২০২৩ সালের ৩ জানুয়ারি রাজধানীর বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ মিলনায়তনে এক সভার আয়োজন করা হয়। সভায় পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল। উক্ত সভায় আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
সভায় ইয়াবার ভয়াবহতার কথা উল্লেখ করে অধ্যাপক মোহিত কামাল বলেন, ‘আমাদের মস্তিষ্কের স্বাভাবিক ওজন ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ গ্রাম। ইয়াবা সেবনে এই ওজন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যেমন কেউ যদি এক থেকে দুই বছর নিয়মিত ইয়াবা সেবন করে, তার মস্তিষ্কের ওজন ১০০০ গ্রামে নেমে যায়। এটা ভয়ংকর ক্ষতি। সুতরাং সতর্ক হতে হবে, দূরে থাকতে হবে। আর কেউ যদি আসক্ত হয়ে পড়ে, তাকে সহায়তা, ভালোবাসা ও সুচিকিৎসা দিয়ে মাদকাসক্তি থেকে মুক্ত করা সম্ভব।’