‘যে ভালো কাজের পরামর্শ দেয়, খারাপ কাজে নিষেধ করে, সে–ই তোমার ভালো বন্ধু’

সভায় পরামর্শ দেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক তানজির আহম্মদ ও বরেন্দ্র মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল আলম।

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২০ অক্টোবর ২০২২ তারিখ রাজশাহী কলেজিয়েট স্কুলের মিলনায়তনে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। প্রথম আলো ট্রাস্টের আয়োজনে এই সভায় পরামর্শ দেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক তানজির আহম্মদ ও বরেন্দ্র মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল আলম।

সভায় বিভিন্ন পরামর্শের মধ্যে একটি ছিল, ‘যে মাদক নিতে বলে, সে ভালো বন্ধু নয়’। এ কথা শুনে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সালমান ফার্সী প্রশ্ন করে, ‘ভালো বন্ধু কোথায় পাব?’ পরামর্শকেরা বলেন, ‘যে তোমাকে ভালো কাজের পরামর্শ দেয়, খারাপ কাজ করতে নিষেধ করে, সে–ই তোমার ভালো বন্ধু। এক দিন খেলে কোনো ক্ষতি হবে না, এ পরামর্শ সম্পর্কে সতর্ক হতে হবে। যে এ পরামর্শ দেবে, সে–ও তোমার বন্ধু নয়।’