প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। রাজশাহী কলেজিয়েট স্কুলের মিলনায়তনে গত ২০ অক্টোবর ২০২২ তারিখে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। প্রথম আলো ট্রাস্টের আয়োজনে এই সভায় পরামর্শ দেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক তানজির আহম্মদ ও বরেন্দ্র মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা.শহিদুল আলম।
পরামর্শ সভায় অংশ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক তানজির আহম্মদ বলেন, ‘মাদকাসক্তি প্রতিরোধে পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মা–বাবাকে প্রতিনিয়ত খেয়াল রাখতে হবে সন্তান কোন অস্বাভাবিক জীবন যাপন করছে কিনা।পরিবারের কেউ মাদকে আসক্ত হলে তাকে এর খারাপ দিকগুলো সম্পর্কে অবহিত করতে হবে। প্রয়োজনে চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে তুলতে হবে। খেলাধুলাসহ বিভিন্ন সামাজিক কাজে যুক্ত থাকলে মাদকে আসক্ত হওয়ার ঝুঁকি কমে। মাদকাসক্ত ব্যক্তিকে বোঝাতে হবে যে মাদকদ্রব্য সেবন বন্ধ করার জন্য নিজের ইচ্ছাই যথেষ্ট।’