মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শ
মানসিক স্বাস্থ্য নিয়ে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে হবে
প্রথম আলো ট্রাস্ট ও ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্যদ গত ১০ মার্চ ২০২৪ গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক একটি কর্মশালার আয়োজন করে। সভায় পরামর্শ দেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মেখলা সরকার, মনোরোগ বিশেষজ্ঞ আতিকুল হক মজুমদার। উক্ত কর্মশালা থেকে মানসিক স্বাস্থ্যবিষয়ক একটি পরামর্শ তুলে ধরা হলো।
মানসিক স্বাস্থ্য নিয়ে শিক্ষার্থীদের সচেতন করতে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) অনুষ্ঠিত হলো মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক কর্মশালা।মনোচিকিৎসক মেখলা সরকার বলেন, মানসিক স্বাস্থ্য সমস্যা বিষয়ে সমাজে গুরুত্বের অভাব রয়েছে। মানসিক স্বাস্থ্য নিয়ে অনেকের কোনো ধারণা নেই। এ কারণে শিক্ষার্থীরা অনেক সময় একাকিত্বে ভোগেন। শিক্ষার্থীরা কোনো সমস্যায় পড়লেও কারও সহযোগিতা চান না। এর কারণে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতে হবে।’
তা ছাড়া মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং মাদক ও ইন্টারনেট আসক্তি রোধে করণীয় বিষয়ে আলোচনা করেন ডা. মেখলা সরকার। তিনি বলেন, ‘সুস্থ জীবন যাপন করতে যেকোনো ধরণের আসক্তি থেকে দূরে থাকতে হবে।’