প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। বরিশালের ঐতিহ্যবাহী বিএম স্কুলের মিলনায়তনে গত ২৬ আগস্ট ২০২২ তারিখে প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী সভার আয়োজন করে। সভায় শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে জানতে চায়। শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাব দেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের দুই মনোরোগ বিশেষজ্ঞ আনোয়ার হোসেন ও মাহবুব কিবরিয়া।
পরামর্শ সভায় অংশ নিয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. আনোয়ার হোসেন বলেন, ‘সন্তানকে মাদক থেকে দূরে রাখতে মা–বাবার ভূমিকাই মূখ্য। শৈশব থেকেই সন্তানকে নৈতিকতার শিক্ষা দিন। সন্তানকে অহেতুক সন্দেহ করবেন না। সন্তানকে পরিমিত পরিমানে হাতখরচের টাকা দিন। মাত্রাতিরিক্ত হাতখরচের টাকা পেলে সন্তানের মাদকাসক্ত হওয়ার ঝুঁকি বাড়ে। সন্তানের ওপর গোপন নজরদারি করবেন না। প্রতিনিয়ত গোপন নজরদারি করলে সন্তান একসময় দূরে সরে যেতে পারে।’