প্রশ্ন: মাদকে আসক্ত হওয়ার কিছু লক্ষণ কি কি?
উত্তর: প্রিয়জন মাদকে আসক্ত হয়েছে কিনা তা প্রাথমিক লক্ষণ দেখে বুঝা যাবে। মনোরোগ চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করবেন। রোগীর আশপাশের মানুষ বুঝতে পারবেন যে প্রিয়জন মাদকে আসক্ত হয়েছে। ১৫ থেকে ৬০ বছর বয়সের মধ্যে যে কেউ মাদকাসক্ত হতে পারেন। এমনকি ১৫ বছরের নিচেরও যে কেউ যেকোনো সময় মাদকের আসক্ত হতে পারে।
একজন শিক্ষার্থীর নিয়মিত রুটিন বাধাগ্রস্ত হচ্ছে কিনা তা খেয়াল করতে হবে। দেখা যাচ্ছে নিয়মিত স্কুলে যেত, পড়াশোনা করত, এখন আর করছে না। সারা রাত জেগে থাকে দিনের বেলা ঘুমায়। শরীরে থেকে গন্ধ পাওয়া যায়। তার রুমের দরজা বন্ধ করে রাখে । তার রুমেও গন্ধ পাওয়া যায়। ব্যবহারে কিছু পরিবর্তন আসছে। অস্বাভাবিক আচরণ করছে । টাকার জন্য উদ্বেগ থাকে, সারা রাত জেগে আছে, বেলা পর্যন্ত ঘুমাচ্ছে, ক্ষুধামান্দ্য হচ্ছে, তখনই সচেতন হতে হবে। যতটুকু সম্ভব ছোটবেলা থেকেই মাদকের বিরুদ্ধে সচেতন বার্তা পৌঁছে দিতে হবে।