ভালো থাকতে পারিবারিক বন্ধন দৃঢ় থাকা বাঞ্ছনীয়

প্রথম আলো ট্রাস্ট আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সহায়তা অনুষ্ঠানে (বাঁ থেকে) ডা. এস এম আতিকুর রহমান, ডা. ফারজানা রহমান, ডা. মো. জোবায়ের মিয়া, ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ, ডা. আহমেদ হেলাল, ডা. ফাতেমা মারিয়া খান ও ডা. মো. রাহেনুল ইসলাম। গত ২২ অক্টোবর ২০২২ তারিখে রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে।

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২২ অক্টোবর  ২০২২, প্রথম আলো ট্রাস্ট আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয় রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে। সভায় পরামর্শ দেন বিভিন্ন হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের চিকিৎসকেরা।

সভায় ‍উপস্থিত দর্শকেরা মাদকমুক্ত হতে নানা পরামর্শ চান। এ ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মনোরোগবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নাহিদ মাহজাবিন মোর্শেদ বলেন, ‘নিজে কীভাবে ভালো থাকব এবং অন্যদের কীভাবে ভালো রাখব, সেই ভাবনা থাকলে ভালো থাকা সম্ভব। একজন ব্যক্তিকে মাদকমুক্ত করতে পরিবারের সদস্যদের বড় ভূমিকা রয়েছে।’

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক আহমেদ হেলাল বলেন, ‘আসুন, মাদকমুক্ত থাকি বলার চেয়ে এখন বলা উচিত “আসুন ভালো থাকি”। কারণ, সবাই মিলে ভালো থাকা মাদকমুক্ত থাকার অনুষঙ্গ। আর ভালো থাকতে হলে পারিবারিক বন্ধন দৃঢ় হতে হবে। একজনের সমস্যায় আরেকজনকে এগিয়ে আসতে হবে। তবেই সুন্দর সমাজ গড়ে উঠবে।’