মাদকবিরোধী পরামর্শ
‘মানসিক স্বাস্থ্য বিষয়ে ভালোভাবে জানতে হবে, সচেতনতা বাড়াতে হবে’
প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী পরামর্শ সভার আওতায় গত ০৬ সেপ্টেম্বর ২০২২ তারিখ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির জয়নুল আবেদিন আর্ট গ্যালারিতে এক সভার আয়োজন করা হয়। সভায় পরামর্শ দেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক এ এস এম রিদোয়ান এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা বিজয় কুমার দত্ত। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
বাড়তি দুশ্চিন্তা না করার পরামর্শ দিয়ে দুই বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, সমস্যা থাকলে তার সমাধান আছে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া যেতে পারে। তারপরও হতাশ হওয়া যাবে না।
এ সময় চিকিৎসক এ এস এম রিদোয়ান বলেন, ‘অনেকেই আছেন, যারা হতাশা থেকে মাদক নেওয়া শুরু করেন। কিন্তু তারা হয়তো জানেন না, মাদক নিয়ে হতাশা দূর হয় না, বরং আরও বেশি সংকট তৈরি হয়। সুতরাং মানসিক স্বাস্থ্য বিষয়ে ভালোভাবে জানতে হবে, সচেতনতা বাড়াতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।’