সন্তানকে বাবা-মায়ের ভালবাসার ব্যাপ্তিটা বোঝাতে হবে

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা রহমান।

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন অনলাইনে মাদকবিরোধী পরামর্শ সভা। এ আয়োজনের আওতায় ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি একটি সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক ছিলেন ডা. ফারজানা রহমান সহযোগী অধ্যাপক জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। তিনি ‘শিশু কিশোরদের বয়ঃসন্ধিকালীন সমস্যা এবং বাবা-মার করণীয় ‘—এই বিষয়ের ওপর আলোচনা করেন। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।

সন্তানের বিশ্বাস ভাজন হওয়ার জন্য বাবা-মায়ের ভূমিকা কেমন হওয়া উচিৎ? এমন প্রশ্নের উত্তরে ডা. ফারজানা রহমান বলেন, ' সব সময় আসলে সন্তানের বন্ধু হয়ে উঠাটা সম্ভব না। কেননা তাদের সময় আর আমাদের সময়ের মাঝে বিস্তর ব্যবধান রয়েছে। সন্তান কোন ভুল করে ফেললে তাকে বোঝাতে হবে যে, তার প্রতি আপনার আস্থা আছে। তাকে দায়ী করে বকাঝকা শুরু করা যাবে না। তাকে বোঝাতে হবে যে তোমার যেকোনো সমস্যাতেই আমি তোমার পাশে আছি। সন্তান অনেক সময় জানেই না আমরা যে তাদের কতটা ভালবাসি। সন্তানকে আমরা সেই ভালোবাসার উত্তাপটা জানাতে পারি না। সন্তানকে বাবা-মায়ের ভালবাসার ব্যাপ্তিটা বোঝাতে হবে। আমরা যদি তার ভাল কাজের প্রশংসা করি তাকে উৎসাহ দিই তাহলে খুব সহজেই আমরা তার বিশ্বাসটা অর্জন করতে পারব।'