মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শ
যেকোনো পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে প্রস্তুত থাকতে হবে
প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী আন্দোলনের অংশ হিসেবে মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। গত ২৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স ভবনের কনফারেন্স কক্ষে একটি কর্মশালাটি আয়োজন করা হয়েছিল। ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস ও প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্যদ কর্মশালাটির আয়োজন করেছিল। সভায় পরামর্শ দেন রাজশাহী মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মামুন হুসাইন। উক্ত কর্মশালা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
সভায় মানসিক স্বাস্থ্য বনাম মানসিক রোগ, ধরন, প্রতিকার, প্রতিরোধ; আত্মহত্যার প্রতিরোধ ও প্রতিকার; মন কী, কীভাবে নেওয়া যায় মনের যত্ন ইত্যাদি সম্পর্কে আলোচনা করেন অধ্যাপক মামুন হুসাইন। তিনি বলেন, ‘মন নানাভাবে দৌড়ে বেড়ায়। মন ছয়টি ঋতুর চেয়ে বিচিত্র। কেউ ইচ্ছা করে মন খারাপ করেন না। মস্তিষ্কের মাধ্যমে আমাদের আবেগ তৈরি হয়। সমাজের খারাপ জিনিসগুলো আমাদের আক্রান্ত করে। যখন কেউ বিষণ্ন হয়ে পড়েন, তিনি যত সফল ব্যক্তি হন না কেন, তখন বুঝতে হবে, কোথাও কোনো সমস্যা হয়েছে। বিষণ্ন মানুষ ধীরে ধীরে আত্মহননের দিকে যান। বন্ধুদের থেকে দূরে চলে যান। আত্মহনন খুবই জটিল একটা ব্যাপার। বেশির ভাগ আত্মহত্যার ক্ষেত্রে “সাইকিয়াট্রিক ডিসঅর্ডার” থাকে। এই পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে সবাইকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। প্রয়োজনে বন্ধুদের কাউন্সিল করে পাশে থাকতে হবে।’