আসক্তি তৈরি করে এমন বিষয় থেকে দূরে থাকতে হবে

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক এ এস এম রিদওয়ান।

প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী পরামর্শ সভার আওতায় গত ০৯ আগস্ট ২০২২ তারিখ বিকেলে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক সভার আয়োজন করা হয়। সভায় পরামর্শ দেন ইম্পেরিয়াল হাসপাতালের কনসালট্যান্ট মো. মোস্তফা, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক পঞ্চানন আচার্য ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক এ এস এম রিদওয়ান। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।

চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সভায় এক দর্শক মনোযোগ ধরে রাখার কৌশল সম্পর্কে জানতে চান। এমন প্রশ্নের জবাবে এ এস এম রিদোয়ান বলেন, ‘মনোযোগ নষ্ট হওয়ার কারণ আগে খুঁজে বের করতে হবে। এখন শিক্ষার্থীরা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে। নিয়মিত খাওয়াদাওয়া করছে না। খেলাধুলাতেও অনেকের আগ্রহ নেই। এসব কারণে মনোযোগ কমে যায়। শিশু ও শিক্ষার্থীদের মোবাইল আসক্তি কমাতে হবে। সেই সঙ্গে আমাদের সকলকেই সচেতন হতে হবে। আসক্তি তৈরি করে এমন বিষয় থেকে দূরে থাকতে হবে।’