শিশুদের স্কুলে মানসিক সমস্যা প্রতিরোধে শিক্ষক, অভিভাবকদের আরও সচেতন ও যত্ন নিতে হবে

‘বাচ্চাদের স্কুলে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব’ শিরোনামে এ সভায় পরামর্শ দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফাতিমা মারিয়া খান।

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২২ নভেম্বর ২০২২, প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। ‘বাচ্চাদের স্কুলে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব’ শিরোনামে এ সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফাতিমা মারিয়া খান নানা প্রশ্নের উত্তর দেন।

সভায় ডা. ফাতিমা মারিয়া খান বলেন, ‘প্রথমত বাচ্চারা স্কুলে যেতে চায় না অথবা নানা রকম সমস্যা হয়। সোমাটিক সিম্পটম ডিসঅর্ডারের কারণে মাথা ব্যথা, পেট ব্যথা হয়। বাচ্চারা স্কুলে যেতে চায় না। আবার অনেক সময় দেখা যায় সাইকিয়াট্রিক ডিসঅর্ডার হতে পারে।’

তিনি আরও বলেন, ‘তিন বছর থেকে বাচ্চারা স্কুলে ভর্তি হয়। কারও কারও জন্য স্কুলে ভর্তি হওয়া, পড়াশোনাটা চাপ হয়ে যায়। এই কারণে শিশুদের মানসিক সমস্যা হতে পারে। অনেক সময় খিঁচুনি দেখা যায়। শিশু কথাবার্তা কমিয়ে দেয় অথবা শিশু কথাবার্তা বন্ধ করে দেয়। অভিভাবকের কথা শুনে না। ওই সব সমস্যা হয়। আচরণগত সমস্যা হয়। সুতরাং শিক্ষক, অভিভাবকদের সচেতন ও অতিরিক্ত যত্ন নিতে হবে। ’