মানসিক সমস্যা গোপন করার বিষয় না

মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক কর্মশালায় পরামর্শ দেস ঢাকা সিটি হাসপাতালের সাইকোথেরাপিস্ট কনসালট্যান্ট মাহমুদা মহসিনা বুশরা। গত ০২ ডিসেম্বর ২০২৩ তারিখ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে।

প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী আন্দোলনের অংশ হিসেবে মানসিক স্বাস্থ্য সুরক্ষাবিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। গত ০২ ডিসেম্বর ২০২৩  তারিখ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের ৩য় তলায় কর্মশালাটি আয়োজন করা হয়। ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস ও প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্যদ কর্মশালাটির আয়োজন করে। সভায় পরামর্শ দেন ময়মনসিংহ মেডিকেল কলেজের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. সজীব আবেদীন ও ঢাকা সিটি হাসপাতালের সাইকোথেরাপিস্ট কনসালট্যান্ট মাহমুদা মহসিনা বুশরা।

কর্মশালায় মানসিক স্বাস্থ্য সুরক্ষায় শিক্ষার্থীদের করণীয় নিয়ে আলোচনা করেন ঢাকা সিটি হাসপাতালের সাইকোথেরাপিস্ট কনসালট্যান্ট মাহমুদা মহসিনা বুশরা। তিনি শিক্ষার্থীদের বর্তমান সময়ের মানসিক রোগ নিরাময়ে, মানসিক স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে দৈনন্দিন জীবনে একজন মানুষ হিসেবে, একজন শিক্ষার্থী হিসেবে কী কী পদক্ষেপ গ্রহণ করে চলা উচিত তা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, মানসিক সমস্যা গোপন করার বিষয় না। এ ধরনের সমস্যা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।’ এ ছাড়া প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে চলমান বিভিন্ন প্রকার মানসিক সমস্যার কারণ ও তার প্রতিকার সম্পর্কে গুরুত্বপূর্ণ উপদেশ প্রদান করেন তিনি।