প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। প্রথম আলো ট্রাস্ট আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সভা গত ২৬ ডিসেম্বর ২০২২ তারিখে চট্টগ্রাম নগরের জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি মিলনায়তনে অনুষ্ঠিত হয় । সভায় পরামর্শ দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক পঞ্চানন আচার্য ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক এ এস এম রিদোয়ান।
পরামর্শ সভায় অংশ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক পঞ্চানন আচার্য বলেন, ‘যাদের শৈশব খুব খারাপ কেটেছে, তাদের মাদকাসক্ত হয়ে পড়ার আশঙ্কা থাকে। তবে আমাদের মনে রাখতে হবে শৈশব অস্বাভাবিক ছিল বলেই সবাই আসক্ত হবে--তা নয়। মাদকাসক্তি দূরীকরণের জন্য প্রয়োজন সঠিক চিকিৎসা। শাস্তি কিংবা সমালোচনার মাধ্যমে মাদকাসক্তি দূর করা যায় না। আসক্তি থেকে কাউকে মুক্ত করতে চাইলে প্রয়োজন প্রচুর ধৈর্য ও সঠিক চিকিৎসা।’