মাদককে ‌‘না’ বলার শপথ শিক্ষার্থীদের

বরিশালে সরকারি বিএম স্কুলে শিক্ষার্থীদের নিয়ে গতকাল মাদকবিরোধী পরামর্শ সভা হয়। এই অনুষ্ঠানের আয়োজন করে প্রথম আলো ট্রাস্ট
ছবি: প্রথম আলো

বৃহস্পতিবার আগেভাগেই বিদ্যালয় ছুটি হয়। ঘড়ির কাঁটায় ১২টা বাজতেই শিক্ষার্থীরা দল বেঁধে মিলনায়তনে এসে হাজির। বরিশালের ঐতিহ্যবাহী বিএম স্কুলের মিলনায়তন কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এরপর শুরু হয় মাদকবিরোধী পরামর্শ সভা।

প্রথম আলো ট্রাস্ট মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার হয়েছে মাদকবিরোধী পরামর্শ সভা।

এতে শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাব দেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের দুই মনোরোগ বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন ও মাহবুব কিবরিয়া।

এই আয়োজনে শিক্ষার্থীরা এই দুই মনোরোগ বিশেষজ্ঞের কাছে জানতে চায়, পড়াশোনায় ভালো করার উপায় কী? জীবনকে আনন্দময় করতে হলে কী করা উচিত? হতাশা থেকে মুক্তির উপায়, মজা করে সিগারেট পান না করার উপায় কী—এমন সব প্রশ্ন।

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আলভী, নবম শ্রেণির মাহমুদ ইসলাম, তারিকুর রহমানসহ আরও বেশ কয়েকজন শিক্ষার্থীর এসব প্রশ্নের জবাব দেন মনোরোগ বিশেষজ্ঞ মো. আনোয়ার হোসেন ও মাহবুব কিবরিয়া। কয়েক শ শিক্ষার্থী এসব প্রশ্নের জবাব আগ্রহ নিয়ে শোনে।

দুই মনোরোগ বিশেষজ্ঞ এ সময় মাদকের ভয়াবহতা কীভাবে একটি মানুষের জীবন, পরিবার ধ্বংস করে দেয়, এর ভয়াবহতা শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন। তাঁরা বলেন, হতাশা, ক্ষোভ থেকেই মাদকের বিস্তার ঘটে জীবনে। তাই তোমাদের কোনোভাবেই, কোনো পরিস্থিতিতে হতাশ হওয়া চলবে না। পড়াশোনায় ভালো করতে হলে অবশ্যই মনোযোগী হতে হবে। এর বিকল্প নেই। একইভাবে নিজের ভালো চিন্তাকে সব সময় প্রাধান্য দিতে হবে, নেতিবাচক চিন্তাকে পরিহার করার বুদ্ধি, কৌশল, শক্তি এবং মনোবল অটুট রাখতে হবে।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক রমিজ উদ্দীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলো ট্রাস্টের সমন্বয়কারী মাহবুবা সুলতানা ও বরিশাল বন্ধুসভার সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম। প্রথম আলোর বরিশালের নিজস্ব প্রতিবেদক এম জসীম উদ্দীন অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা দুই হাত তুলে মাদককে ‘না’ বলার শপথ নেয়। শপথ পড়ান প্রথম আলো ট্রাস্টের সমন্বয়কারী মাহবুবা সুলতানা।