‘মাদক মানুষের সামাজিক জীবনকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে’

রংপুরের ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলে প্রথম আলো ট্রাস্টের আয়োজনে মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়।

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ১৪ মার্চ ২০২৩ তারিখ রংপুরের ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলে প্রথম আলো ট্রাস্টের আয়োজনে মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় পরামর্শ দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন, রংপুর মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের চিকিৎসক রঞ্জন কুমার সেন।

পরামর্শ সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন বলেন, ‘মাদক সেবন নিজের সম্ভাবনাময় জীবনকে ধ্বংস করে, পুরো পরিবারকে শেষ করে দেয়। মাদক মানুষের সামাজিক জীবনকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে। তাই কৌতূহলেও কখনো মাদক সেবন করা যাবে না। এ জন্য নিয়মিত খেলাধুলা করতে হবে। মাদকাসক্তি থেকে দূরে থাকতে ভালো কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে। মাদক নিয়ন্ত্রণে বড় প্রয়োজন সচেতনতা ও নিজের শক্ত মনোবল।’