‘নিজেকে ভালোবাসতে হবে’

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২০ অক্টোবর ২০২২ তারিখ রাজশাহী কলেজিয়েট স্কুলের মিলনায়তনে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। প্রথম আলো ট্রাস্টের আয়োজনে এই সভায় পরামর্শ দেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক তানজির আহম্মদ ও বরেন্দ্র মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল আলম।

পরামর্শকদের সঙ্গে আছেন রাজশাহী কলেজিয়েট স্কুল ও কলেজের অধ্যক্ষ নূর জাহান বেগম।

পরামর্শ সহায়তা সভা শেষে রাজশাহী কলেজিয়েট স্কুল ও কলেজের অধ্যক্ষ নূর জাহান বেগম শিক্ষার্থীদের বলেন, ‘নিজেকে ভালো বাসতে হবে। যে নিজেকে ভালোবাসে, সে কোনো খারাপ কাজ করতে পারবে না। প্রিয়জনদের কথাও ভাবতে হবে। বিশেষ করে মায়ের কথা বারবার ভাবতে হবে। শেষে চমৎকার অনুষ্ঠান আয়োজন করতে তাঁর প্রতিষ্ঠানকে বেছে নেওয়ার জন্য তিনি প্রথম আলোকে ধন্যবাদ জানান।’