প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। রংপুরের ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলে গত ১৪ মার্চ ২০২৩ তারিখে প্রথম আলো ট্রাস্টের আয়োজনে মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় পরামর্শ দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন, রংপুর মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের চিকিৎসক রঞ্জন কুমার সেন।
পরামর্শ সভায় অংশ নিয়ে মনোরোগবিশেষজ্ঞ ডা. রঞ্জন কুমার সেন বলেন, ‘দেশে মাদকাসক্তের সংখ্যা বেড়েই চলেছে। বিশেষ করে কিশোর–কিশোরীরা আশেপাশের বন্ধুদের দেখে কৌতূহলের বশে মাদক নিতে শুরু করে আর ছাড়তে পারছে না। মাদকাসক্তির ফলে জটিল মানসিক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। অনেকেই রীতিমতো সহিংস হয়ে ওঠেন। মাদক সেবনের ফলে স্নায়ুতন্ত্রের ক্ষতি হয়, স্মরণশক্তি কমে যায়, রক্তচাপ বৃদ্ধি পায়। তাই মাদক থেকে আমাদের দূরে থাকতে হবে।’