মাদকাসক্তি নিয়ে সামাজিক বিভ্রান্তি অশেষ

ডা. মো. রাহেনুল ইসলাম, রেসিডেন্ট সাইক্রিয়াট্রিস্ট কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র।

মাদকাসক্তি এমন এক মানসিক রোগ যা নিয়ে সামাজিক বিভ্রান্তি অশেষ। কেউ কেউ তো লেখেন মাদকাসক্তি, কিন্তু বলেন এটি একটি সামাজিক সমস্যা, আইনগত সমস্যা, পারিবারিক সমস্যা। অর্থাৎ যার যার একান্ত ব্যক্তিগত ধারণা থেকে কথা বলেন, চিন্তা করেন এবং সে অনুযায়ী কাজ করেন। অনেকে বিশ্বাস করেন যে এটি নিরাময়যোগ্য। একবার ভর্তি করে একটানা ৩ থেকে ১০ মাস রাখলে একেবারে ভালো হয়ে যাবে। কেউবা ভাবেন বিয়ে দিলে, বিদেশে পাঠালে, ব্যবসার পুঁজির জোগান দিলে কিংবা চাকরি নিয়ে দিলে এ রোগ ভালো হয়ে যাবে। কিন্তু বাস্তবে এটা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্টের মতো রোগ যা একেবারে নিরাময় করা যায় না।