মাদকমুক্ত থাকতে সম্মিলিত প্রচেষ্টা দরকার
প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২২ অক্টোবর ২০২২, প্রথম আলো ট্রাস্ট আয়োজিত মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয় রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে। সভায় পরামর্শ দেন বিভিন্ন হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের চিকিৎসকেরা।
সভায় মাদকাসক্ত বন্ধুকে কীভাবে ভালো করা যায়, তা জানতে চেয়েছেন এক শিক্ষার্থী। তিনি বলেন, তাঁর বন্ধু অত্যন্ত মেধাবী। কিন্তু মাদক তাকে শেষ করে দিচ্ছে। মাদক নিয়ে সহিংস হয়ে ওঠে বন্ধু। মাদকাসক্ত অবস্থায় প্রায়ই কক্ষের জিনিসপত্র ভাঙচুর করে।
এর উত্তরে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক আহমেদ হেলাল বলেন, ‘আপনার বন্ধুর জন্য পরামর্শ নিতে এসেছেন, এ জন্য ধন্যবাদ। আপনার ধৈর্য ধরে তাকে বোঝাতে হবে। তাকে ভালো অনুষঙ্গের সাথে যুক্ত করতে হবে। খেলাধূলা, প্রতিযোগিতামূলক অনুষ্ঠান, বই পড়া ইত্যাদি হতে পারে। এর সাথে সাথে চিকিৎসা নিতে হবে। পরিবার ও আপনার বন্ধুরা মিলে পাশে থেকে সহযোগিতা করলে তিনি ভালো হবেন আশা করি।’
আহমেদ হেলাল আরও বলেন ‘আসুন, মাদকমুক্ত থাকি বলার চেয়ে এখন বলা উচিত “আসুন ভালো থাকি”। কারণ, সবাই মিলে ভালো থাকা মাদকমুক্ত থাকার অনুষঙ্গ।’