‘অভিভাবক হিসেবে সন্তানের মনের অবস্থা জানার চেষ্টা করবেন’

প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। করোনাকালে এ সভা চলছে অনলাইনে। গত ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে প্রথম আলো ও প্রথম আলো ট্রাস্টের ফেসবুক পেজে মাদকবিরোধী অনলাইন পরামর্শ সহায়তা সভাটি অনুষ্ঠিত হয়। বিকেল চারটা থেকে আধা ঘণ্টার এই আয়োজনে অনলাইন মাদকবিরোধী পরামর্শ দেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সাইক্রিয়াটিক বিভাগের সহকারী অধ্যাপক মো. জোবায়ের মিয়া। অনলাইন এই অনুষ্ঠানে যে বিষয়গুলো আলোচনায় আসে সেগুলো প্রশ্ন ও উত্তর আলোকে প্রকাশিত হচ্ছে। আজকে থাকছে পর্ব-২০৭।

পরামর্শ দেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সাইক্রিয়াটিক বিভাগের সহকারী অধ্যাপক মো. জোবায়ের মিয়া।

প্রশ্ন:  অভিভাবকেরা সন্তানের সঙ্গে মাদক নিয়ে আলোচনা করতে চান না।  কখন থেকে সন্তানের সঙ্গে মাদক নিয়ে আলোচনা করা উচিত?

উত্তর: শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সাইক্রিয়াটিক বিভাগের সহকারী অধ্যাপক মো. জোবায়ের মিয়া বলেন, ‘মাদক নিষিদ্ধ জিনিস। তাই মাদক গ্রহণকে আমরা রোগ হিসেবে দেখি না বরং লুকানোর চেষ্টা করি। মাদক নিয়ে সচেতন করা দরকার। বয়ঃসন্ধিকাল থেকে বা হাইস্কুল থেকেই এ বিষয়ে সচেতন শুরু করা যায়। কিছু মাদক আছে ভয়ংকর, এগুলো সহজলভ্য। একবার নিলে আসক্ত হয়ে পড়তে পারে। মাদক না নিয়ে পারফর্ম ভালো করা যায় । এটা বোঝাতে হবে । মাদক ছাড়াও সুস্থ জীবনযাপন করা যায়। হাইস্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবক যদি সন্তানের মনের অবস্থা জানার চেষ্টা করেন এবং অভিভাবক অভিযোগ না করে তার সঙ্গে বন্ধুর মতো মিশে ধীরে ধীরে কথা বলে, তাহলে সন্তান সবকিছু বাবা-মাকে বলবে।  বয়ঃসন্ধিকাল থেকেই এটা উপযুক্ত সময়। অভিভাবকের দায়িত্ব হবে সন্তান কার সঙ্গে মিশছে তার খোঁজখবর রাখবেন।’