‘নেতিবাচক চিন্তাকে পরিহার করে নিজের ভালো চিন্তাকে প্রাধান্য দিতে হবে’

সভায় শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে জানতে চায়। গত ২৬ আগস্ট ২০২২ তারিখে বরিশালের ঐতিহ্যবাহী বিএম স্কুলের মিলনায়তনে।

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ২৬ আগস্ট ২০২২ তারিখে বরিশালের ঐতিহ্যবাহী বিএম স্কুলের মিলনায়তনে মাদকবিরোধী সভার আয়োজন করা হয়। সভায় শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে জানতে চায়। শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাব দেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের দুই মনোরোগ বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন ও মাহবুব কিবরিয়া।

পরামর্শ সভায় দুই মনোরোগ বিশেষজ্ঞ মাদকের ভয়াবহতা কীভাবে একটি মানুষের জীবন, পরিবার ধ্বংস করে দেয়, এর ভয়াবহতা শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন। তাঁরা বলেন, ‘হতাশা, ক্ষোভ থেকেই মাদকের বিস্তার ঘটে জীবনে। তাই তোমাদের কোনোভাবেই, কোনো পরিস্থিতিতে হতাশ হওয়া চলবে না। পড়াশোনায় ভালো করতে হলে অবশ্যই মনোযোগী হতে হবে। এর বিকল্প নেই। একইভাবে নিজের ভালো চিন্তাকে সব সময় প্রাধান্য দিতে হবে, নেতিবাচক চিন্তাকে পরিহার করার বুদ্ধি, কৌশল, শক্তি এবং মনোবল অটুট রাখতে হবে।’