‘মাদকাসক্তি একটি রোগ, এর চিকিৎসার দরকার হয়’
প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ০৬ সেপ্টেম্বর ২০২২ তারিখ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির জয়নুল আবেদিন আর্ট গ্যালারিতে মাদকবিরোধী সভার আয়োজন করা হয়। প্রথম আলো ট্রাস্টের আয়োজনে এই সভায় পরামর্শ দেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক এ এস এম রিদোয়ান এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা বিজয় কুমার দত্ত।
একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা দেবব্রত পাল। তিনি কাজ করেন মাদকাসক্তদের নিয়ে। জানার আগ্রহ থেকে তিনি এসেছিলেন প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী এই সভায়। দুই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে তিনি জানতে চাইলেন, অনেকে মনে করেন, একবার মাদকাসক্ত হয়ে পড়লে তা থেকে বের হওয়া যায় না। এটি কি ঠিক?
দেবব্রত পালের এই প্রশ্নের জবাবে দুই বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, এটি সম্পূর্ণ ভুল ধারণা। উপযুক্ত পরিবেশ ও চিকিৎসা পেলে অবশ্যই বের হয়ে আসা সম্ভব। এগুলো সঠিকভাবে দেওয়া হচ্ছে না বলেই অনেকে মাদক নেওয়া থেকে বের হতে পারছেন না। মনে রাখতে হবে, মাদকাসক্তি একটি রোগ। রোগ হলে চিকিৎসার দরকার হয়। তাই মাদক থেকে বের হতে হলে সঠিক চিকিৎসার দরকার আছে।’