মাদকবিরোধী পরামর্শ
‘সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ— এটা মনে রাখতে হবে’
বাংলাদেশের বহু শিশু এখন মাদকাসক্ত। সমাজের সব শ্রেণীর শিশু এই ভয়াল নেশার ফাঁদে আটকা পড়েছে। এটি থেকে তারা বের হতে পারছে না। এ ব্যাপারে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে নানা কথা বলেছেন বিশিষ্ট মনোরোগ চিকিৎসক ও মাদকাসক্তি চিকিৎসা বিশেষজ্ঞ মোহিত কামাল। সাক্ষাৎকারটি প্রকাশ হয় ২০১৭ সালের ১২ জুলাই। সাক্ষাৎকার নিয়েছেন মুসলিমা জাহান। উক্ত সাক্ষাৎকার থেকে শিশুর মাদকাসক্তি বিষয়ে একটি প্রশ্ন ও উত্তর তুলে ধরা হলো।
প্রশ্ন: সন্তানের দেখাশোনার দায়িত্ব মূলত পরিবারের। তারা কী ভূমিকা রাখতে পারে, যাতে তার সন্তান মাদকাসক্ত না হয়। আর হয়ে গেলে করণীয় কী?
উত্তরের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল বলেন, ‘মা-বাবার উচিত সন্তানের সঙ্গে এসব বিষয়ে খোলামেলা আলোচনা করা। পাশাপাশি খেয়াল রাখতে হবে, সন্তান কোথায় যাচ্ছে, কাদের সঙ্গে মিশছে, ফেসবুকের বন্ধু কারা, স্কুলে বন্ধু কারা, তাদের বন্ধুদের সঙ্গে কথা বলতে হবে। বন্ধু নির্বাচনকে আমরা খুব গুরুত্বপূর্ণ মনে করি। প্রবাদেই আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এ ছাড়া মা-বাবার ভালো সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ। কারণ, সেটা বাচ্চার ব্যক্তিত্ব গড়নে সহায়তা করবে, বাচ্চা ব্যক্তিত্বশীল, আত্মপ্রত্যয়ী হবে। যে পরিবারে মা-বাবার সম্পর্ক ভালো না, সেই ঘরের ছেলেমেয়েরা জীবন সম্পর্কে আশাবাদী হয় না। তাদের মধ্যে নৈরাশ্য ভর করে। তারা নেশার ফাঁদে জড়িয়ে যায়। আমি জোর দিয়ে বলব, বাবাকে শ্রেষ্ঠ স্বামী হতে হবে। যে শ্রেষ্ঠ স্বামী হয়, সে শ্রেষ্ঠ বাবা হতে পারে। আর শ্রেষ্ঠ বাবার সন্তান কখনো মাদকাসক্ত হয় না। আর সন্তান মাদকাসক্ত হয়ে পড়লে তাকে অবহেলা না করে তার দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দিতে হবে। তাদের বন্ধু হতে হবে। তাকে সেখান থেকে তুলে আনতে হবে এবং তাকে অবশ্যই চিকিৎসা দিতে হবে।’