প্রশ্ন ও উত্তর পর্ব-২২৬
‘সন্তান কাছে গেলে বাবার মধ্যে পরিবর্তন আসতে পারে’
প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। গত ১৭ এপ্রিল ২০১৪ তারিখে বিকেল সাড়ে চারটায় মাদকবিরোধী পরামর্শ সভার ৪৯ তম পর্বটি অনুষ্ঠিত হয় রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে। সভায় পরামর্শ দেন বিভিন্ন হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগের চিকিৎসকেরা। উক্ত পরামর্শ সভায় আসা নানা প্রশ্ন ও উত্তরের আলোকে আজকে থাকছে পর্ব-২২৬।
প্রশ্ন: আমার স্বামী দীর্ঘদিন মাদক নেয়। ছেলেকে আদর করতে চায়। ছেলে জিজ্ঞেস করে তার বাবার কাছে যাবে কি না। এ ক্ষেত্রে কী করতে পারি?
উত্তর: দীর্ঘদিন মাদক নিলে মাদকের ওপর নির্ভরশীল হয়। মাদকের ওপর নির্ভরশীল ব্যক্তিদের মায়া-মমতা থাকে না। তারা অনেক বেশি নিষ্ঠুর হয়। আবেগশূন্য হয়। অপরাধবোধ কমে যায়। মনে হচ্ছে, আপনার স্বামী তেমন নন। তাঁর মধ্যে আবেগ, মায়া-মমতা, ভালোবাসা রয়েছে। তিনি সন্তানকে আদর করতে চান। এটা একটা ভালো দিক। সন্তানকে তাঁর কাছে যেতে দিন। সন্তানের সঙ্গে কথা বললে, তাকে আদর-স্নেহ দিলে আপনার স্বামীর মধ্যে পরিবর্তন আসতে পারে। তিনি সন্তানকে মানুষ করার জন্য ভালো হওয়ার চেষ্টা করতে পারেন। বরং সন্তানকে বেশি বেশি তাঁর সঙ্গে থাকতে দিন। তবে সন্তানকে নিয়ে বাইরে যেন না যান। বাইরে গেলে তিনি বেখেয়ালি থাকতে পারেন। তাতে সন্তানের কোনো ক্ষতি হতে পারে।