‘বয়সভেদে মাদকাসক্তির চিকিৎসার ধরন বদলে যায়’

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা রহমান।

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। ২৯ সেপ্টেম্বর ২০২৪, প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচক জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা রহমান ‘মাদকাসক্তি প্রতিরোধে সৃজনশীল কার্যক্রমের ভূমিকা’—এই বিষয়ের ওপর আলোচনা করেন। মাদকবিরোধী পরামর্শ সভার আলোচনা থেকে নিম্নোক্ত অংশটি তুলে ধরা হলো।

পরামর্শ সভায় মানসিক স্বাস্থ্য চিকিৎসার বর্তমান অবস্থা প্রসঙ্গে ড. ফারজানা রহমান বলেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের বাইরে দেশের প্রতিটি মেডিকেল কলেজে মানসিক স্বাস্থ্য চিকিৎসার ব্যবস্থা রয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানেও মানসিক স্বাস্থ্য চিকিৎসার আয়োজন রয়েছে। বয়সভেদে মাদকাসক্তির চিকিৎসার ধরন বদলে যায়। সঠিকভাবে চিকিৎসা পেলে মাদকাসক্তি থেকে মুক্ত হওয়া সম্ভব। তবে এ ক্ষেত্রে আসক্ত ব্যক্তিকে ধৈর্য ধরতে হবে এবং পরিবারকে পাশে থাকতে হবে।