পারিবারিক মূল্যবোধ মাদক থেকে দূরে রাখে

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা রহমান।

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। ২০২৪ সালের ২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অনলাইন মাদকবিরোধী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসের স্লোগানের সঙ্গে সামঞ্জস্য রেখে আলোচনার প্রতিপাদ্য ছিল: পরিষ্কার যুক্তি, প্রতিরোধে মুক্তি। বেলা ৩টায় শুরু হওয়া সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফারজানা রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক।

মনে হচ্ছে পরিবারের কেউ মাদকে আসক্ত হয়েছে। লক্ষণগুলো কেমন হবে এবং এমন সময় কি করা উচিত? এর উত্তরে ডা. ফারজানা রহমান বলেন, ‘ব্যক্তির আচরণগুলো খেয়াল করতে হবে। বন্ধু বদলে যায়, দৈনন্দিন রুটিন বদলে যায়, চোখ লালচে হয়ে যায়। বাসা থেকে টাকা পয়সা বা দামি জিনিস হারিয়ে যায়—এমন লক্ষণগুলো মাদকাসক্তের আভাস দেয়। এ রকম হলে চিকিৎসার আওতায় নিতে হবে। কেউ আসতে না চাইলে জোর করে আনার বৈধতা আছে। এটা আইনেও আছে। নানা কারণে পরিবারের যেকেউ হতাশায় বা মাদকের দিকে যেতে পারে। তবে পরিবারে যদি মূল্যবোধের চর্চা থাকে, সুসম্পর্ক থাকে তাহলে সন্তানেরা তাদের মনের কথা বলতে পারে। সৃজনশীলতার চর্চা হলে, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে বন্ধুত্বসুলভ সুসম্পর্ককে থাকলে মাদকাসক্তির ব্যাপারগুলো কম হবে। পারিবারিক মূল্যবোধ মাদক থেকে দূরে রাখে।'