প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভা। রাজশাহী কলেজিয়েট স্কুল গত ২০ অক্টোবর ২০২২ তারিখে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। প্রথম আলো ট্রাস্টের আয়োজনে এই সভায় পরামর্শ দেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক তানজির আহম্মদ ও বরেন্দ্র মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. শহিদুল আলম।
পরামর্শ সভায় অংশ নিয়ে বরেন্দ্র মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. শহিদুল আলম বলেন, ‘মাদকাসক্তি মূলত একটি রোগ বা ব্যাধি। দেশের তরুণ কিংবা কিশোররা মাদকে বেশি আসক্ত হচ্ছে। মাদকাসক্ত ব্যক্তি শারীরিক ও মানসিকভাবে মাদকের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। তাই তাকে মাদকমুক্ত করতে প্রয়োজন দীর্ঘমেয়াদী সমন্বিত চিকিৎসা ব্যবস্থা। মাদক প্রতিরোধে পরিবার ও সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ। সুশিক্ষা, পরিমিত জীবনযাপন মাদকাসক্তি প্রতিরোধে সহায়তা করে।